ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘২০৩০ সালের মধ্যে সবাই ঝড় সহনশীল ঘর পাবে’

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২২ নভেম্বর ২০১৯

২০৩০ সালের মধ্যে প্রয়োজন সাপেক্ষে দুর্যোগ প্রবণ এলাকার সবাই ঝড় সহনশীল ঘর পাবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন।

শুক্রবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়ি এলাকা পরিদর্শনে এসে তিন এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি ঘর হবে একটি মিনি সাইক্লোন শেল্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নতুন পরিকল্পনায় কাউকে আর দৌড়ঝাপ করে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হবে না।

বাগেরহাট জেলা এডিএম মো. শাহিনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান শাজাহান আলী খান এ সময় তার সঙ্গে ছিলেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি