ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় ৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ২২ নভেম্বর ২০১৯

সাতক্ষীরার কলারোয়ায় আমিরুল ইসলাম ঝড় (৩৫) নামে এক যুবককে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার নাথপুর গ্রামের মৃত ওছির গাইনের ছেলে। 

শুক্রবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, বৃহস্পতিবার বিকালে তার নেতৃত্বে এসআই রঞ্জন কুমার, এএসআই নূর আলী, এএসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। 

এ সময় তার ঘরের বারান্দার উপর থেকে আটক করা হয়। সকলের উপস্থিতে তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি