কলারোয়া সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণ আটক
প্রকাশিত : ২২:১১, ২২ নভেম্বর ২০১৯
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে ভারতে পাচারকালে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এসব সোনার বার জব্দ করে। ভরি হিসেবে জব্দকৃত এসব সোনার ওজন ৪শ’ ভরি। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলিউল্লাহ সাংবাদিকদের জানান, বিজিবির টহল দলটি সীমান্তবর্তী কাঁকডাঙ্গা এলাকায় টহলরত ছিল। এ সময় কাঁকডাঙ্গা সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ২ ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ খুলে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসময় বিজিবি স্বর্ণ পাচারকারীদের আটক করতে পারেনি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেওয়া হয়। বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার এ স্বর্ণ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই/আরকে
আরও পড়ুন