ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ২৩ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজমিস্ত্রী হইজন প্রামাণিক ও তার স্ত্রী রেখা খাতুনের বাড়ি শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে। 

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় দুপুরের দিকে ছোট ছেলে তাদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে, ঘরের আঁড়ার সঙ্গে হইজন প্রামাণিককে ঝুলন্ত অবস্থায় ও রেখা খাতুনকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেয়। 

তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। শনিবার (২৩ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

রেখা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি