ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চারদিন ধরে নিখোঁজ পুলিশ সদস্য তৌহিদুজ্জামান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ছুটি নিয়ে বাগেরহাটে ফেরার পথে মাওয়া ঘাট থেকে তৌহিদুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। গত ২০ নভেম্বর খাগড়াছড়িতে কর্মরত তৌহিদুজ্জামান ২০ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের ভাড়া বাসায় আসার পথে ঢাকার মাওয়া ঘাট থেকে নিখোঁজ হন বলে তার স্ত্রী মোসলেমা খাতুন দাবি করেছেন। গত চারদিনেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়ে বাগেরহাট সদর মডেল থানায় ও খাগড়াছড়িতে পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।

তৌহিদুজ্জামান সাতক্ষীরা জেলা সদরের গোবরদাঁড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এর আগে বাগেরহাটে প্রায় দশ বছর চাকরি করেছেন তৌহিদ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাগেরহাট শহরের পুরাতন পুলিশ লাইনের পাশে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন তিনি।
 
নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী মোসলেমা খাতুন বলেন,  গত ২০ নভেম্বর দুপুরে ২০ দিনের ছুটি নিয়ে তৌহিদুজ্জামান বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি আমাকে বেশ কয়েকবার ফোন করেন। 

ওই দিন রাত ১১টা ২০ মিনিটের সময় আমাকে ফোন দিয়ে বলে আমি এখন মাওয়া ঘাটে। এই ছিল তার সাথে আমার শেষ কথা। এরপর আর কোনো কথা হয়নি। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। আমি তার নিখোঁজ হওয়ার ঘটনাটি পুলিশকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি। 

তিনি বলেন, আমার দুটি দুধের বাচ্চা রয়েছে। এখন কার কাছে যাব, কি করব জানিনা। আমার স্বামীকে উদ্ধার করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্য তৌহিদুজ্জামান ২০ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের আসার পথে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার খাগড়াছড়ি ও বাগেরহাট মডেল থানায় পৃথক দুটি সাধারণ করেছেন। আমরা তার মুঠোফোনের অবস্থান নিশ্চিত হতে কাজ শুরু করেছি।

এআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি