ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৪, ২৩ নভেম্বর ২০১৯

শিশু ধর্ষণের অভিযোগে গেপ্তার সোনা মিয়াঁ

শিশু ধর্ষণের অভিযোগে গেপ্তার সোনা মিয়াঁ

দিনাজপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সোনা মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। 

এদিকে ভিকটিম শিশুটিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ভিকটিম শিশুর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ির অদূরে খেলা করার সময় সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোনা মিয়া ওই শিশুকে ফুসলিয়ে পাশের বাঁশ বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে অসুস্থ্য হয়ে পড়া শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে ঘটনা জানালে রাতেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করে দেয়।

ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সোনা মিয়াকে রাতেই আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভিকটিম শিশুর পিতা বাদি হয়ে শুক্রবার রাতে কোতয়ালী থানায় একটি মামলা করেছে বলেও জানায় পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি