ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ২৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ০৯:২১, ২৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে দুইজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন, আরও অন্তত ১৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।

শনিবার দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক সাইফুল ইসলাম ও বাসযাত্রী মাসুদুর রহমান।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক এবং বাসের এক যাত্রী নিহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি