নড়াইলে জমি দখলের অপচেষ্টায় ঘরে আগুন দেয়ার অভিযোগ
প্রকাশিত : ১৫:১৬, ২৪ নভেম্বর ২০১৯
জমি দখলের অপচেষ্টায় নড়াইলের নড়াগাতি থানার পাটনা দক্ষিণপাড়ার দিনমজুর আশরাফ শেখের বসতঘরে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুসহ পরিবারের ৯ সদস্য নয়দিন যাবত খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জানা গেছে, গত ১৫ নভেম্বর রাত ১২টার দিকে পাটনা দক্ষিণপাড়ার আশরাফ শেখের টিনের ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। তবে এ সময় ঘরের মধ্যে কেউ ছিলেন না।
এর আগে আরো তিনবার বাড়িঘরে আগুন দেয়ার চেষ্টায় আশরাফ শেখের পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে পাশের বাড়িতে অবস্থান করছিলেন। বসতভিটা দখলের অপচেষ্টায় একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ। তবে অভিযুক্তদের নাম বলতে সাহস পায়নি ভুক্তভোগীরা।
আশরাফ শেখ জানান, তাদের পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। প্রায় ৬০ বছর আগে তার বাবা নড়াইলের নড়াগাতি থানার পাটনা গ্রামে আসেন। এখানে তিনি মসজিদে ইমামতি করতেন। গ্রামবাসীর ভালোবাসায় পরিবারসহ এখানে (পাটনা) বসবাস শুরু করেন আশরাফ শেখের বাবা।
প্রথমদিকে অন্যের বাড়িতে থাকতেন তারা। পরবর্তীতে পাটনার বাশার খানের কাছ থেকে ১১ শতক জমি কিনে ওই জমিতে টিনের ঘর তৈরি করে প্রায় এক বছর যাবত পরিবারের নয় সদস্যকে নিয়ে বসবাস করছেন তিনি।
তবে সুখের ঘর হয়নি তাদের। এক বছরের ব্যবধানে ঘরে চারবার আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এর আগে আগুন নেভাতে সক্ষম হলেও এবার ঘরে কেউ না থাকায় পুড়ে ছাই হয়েছে সবকিছু।
ক্ষতিগ্রস্থ আশরাফ শেখসহ তার পরিবারের সদস্যরা বলেন, একমাত্র থাকার ঘরটি পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন কোথায় মাথা গুজব? কোনোদিন অন্যের বাড়িতে, কোনোদিন খোলা আকাশের নিচে ঘুমাচ্ছি। এভাবে কতদিন থাকতে পারব। আমাদের মতো অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। কোনো সহযোগিতা পাইনি।
এ ব্যাপারে পাটনা হাইস্কুল সংলগ্ন জামে মসজিদের ইমাম হাফেজ খাজা মিয়াসহ অনেকে বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, ৪ লাখ ৯০ হাজার টাকা দেনার দায়ে আশরাফ শেখ ঘরে আগুন দিয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে ঘরের লেপ-তোষকসহ অন্যান্য মালামাল অন্য বাড়িতে সরিয়ে দেয় তারা। এছাড়া পাটনা থেকে সরে যাওয়ার উদ্দেশ্যে আশরাফ শেখ অন্যত্র জমি কিনেছেন।
ওসির এ বক্তব্যের ব্যাপারে ভুক্তভোগী আশরাফ শেখ বলেন, দেনার দায়ে নিজের ঘরে কেন আগুন লাগাতে যাবো। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এআই/
আরও পড়ুন