ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গাজীপুরে লুন্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতার ১০

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৭:০৫, ২৪ নভেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় দুটি জুয়েলারি দোকানে ডাকাতির লুন্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকার, ৬০০ গ্রাম রূপা ও নগদ টাকাসহ ১০ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার ওই তথ্য জানান।
    
এসপি জানান, গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল ডাকাত শ্রীপুরের জৈনা বাজারের গফুর সুপার মার্কেটের নিউ দিপা জুয়েলার্স ও লহ্মী জুয়েলার্সে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুলি ছুঁড়ে ও চাপাতির ভয় দেখিয়ে ৮০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা ও নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

এসময় ডাকাতদের ছোঁড়া গুলিতে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার গুরুতর আহত হন। পরে ঘটনার দিনের সিসি টিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে এবং ২২ ও ২৩ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ি, মাদারীপুর, নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও লুন্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকা ৬০০ গ্রাম রূপা, এক লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, ৭টি ককটেল, একটি চাপাতি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি