কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবা ও জাল টাকাসহ আটক ৯
প্রকাশিত : ১৭:১১, ২৪ নভেম্বর ২০১৯
কুমিল্লায় ৩২ হাজার ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র ও ২৮ হাজার টাকার জাল নোট আটক করেছে পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবা, ২টি এলজি ও গুলি, ২৮ হাজার টাকার জাল নোট এবং ছিনতাই করা ২২ হাজার মুরগীর ডিম ভর্তি একটি ট্রাক আটক করা হয়।
জেলার কোতয়ালী, দাউদকান্দি, চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এসব আটক করে।
এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মামুন, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এআই/এসি
আরও পড়ুন