ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে পুলিশ পাহারায় টিসিবির পেঁয়াজ বিক্রি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ২৪ নভেম্বর ২০১৯

রাজশাহীতে পুলিশের পাহারায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার থেকে বিক্রি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে পেঁয়াজ না পৌঁছানোর কারণে একদিন পর রোববার থেকে পুলিশি পাহারায় পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শনিবার ঢাকা থেকে ট্রাকবোঝায় পেঁয়াজ আসতে দেরি হয়েছে। তাই রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তাদের ডিলারের কাছ থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি দাম ৪৫ টাকা। যা বর্তমান বাজারের চাইতে প্রায় ১০০ টাকা কম।

প্রতাপ কুমার বলেন, বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপাতত রাজশাহীর পাঁচটি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পয়েন্টগুলো হচ্ছে, মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট, বড়গ্রাম কোর্ট মোড়, ভদ্রা মোড়, গোরহাঙ্গা রেলগেট ও নওদাপাড়া আমচত্বর মোড়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি