ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নতুন সড়ক আইন 

জনসচেতনতা বৃদ্ধিতে চুয়াডাঙ্গায় ট্রাফিক সপ্তাহ শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৭, ২৫ নভেম্বর ২০১৯

নতুন সড়ক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। 

সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কানাই লাল সরকার। 

কর্মসূচিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর, ট্রাফিক ইন্সপেক্টর শাহাবুদ্দিনসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। 

এসময় সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি