ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫১, ২৫ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোলের ছোট আঁচড়া বাইপাস সড়কে সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি