ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ২৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রেলগেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে সরাইল বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের পাশে ৩০ মিটারের মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আওয়তায় এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় তারা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, তারা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। হাইওয়ের পাশে ৩০ মিটার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আওয়তায় তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি