ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৬, ২৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার চা শিল্পের সাথে সম্পৃক্ত সুবিধাভোগীদের স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ চা বোর্ড আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সোহায়েল খান।

সভায় তিনি সমতল অঞ্চলের চা বাগানে বেশি সার এবং কিটনাশক ব্যবহার না করার পরামর্শসহ চা শিল্পকে সম্প্রসারিত কারার লক্ষ্যে ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান।

এছাড়া চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে চা চাষি ও কারখানা মালিকদের নির্দেশনা প্রদান করে তিনি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের চা চাষিদের সুবিধার্থে এ অঞ্চলে সরকারী অর্থায়নে একটি চা কারখানা প্রতিষ্ঠার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। 
সভায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সভাপতিত্ব করেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি