ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪১, ২৫ নভেম্বর ২০১৯

জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন বর্মন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাঠান পাড়াতে এ দুর্ঘটনা ঘটে।
 

ক্ষেতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, উপজেলার পাঠান পাড়া বাজারের খাইরুল ইসলাম নামে এক ব্যক্তির নির্মানাধীন ভবনের ২য় তলায় ছাদ নির্মাণের কাজ চলছিলো। 

ওই ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত সুমনের হাতে থাকা সাটারিং সিট সংযোগ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

সুমনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন বর্মন জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম গ্রামের গোপাল বর্মনের ছেলে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি