ঢাকা, বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪

বান্দুরায় উচ্ছেদের পর আবারও রাস্তা দখল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১২:৩২, ২৬ নভেম্বর ২০১৯

সপ্তাহ না যেতেই ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা বাজারের ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দোকান ও স্থাপনা ভেঙ্গে রাস্তাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত।

কিন্ত এক সপ্তাহর মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার সেই পুরানো চেহারায় ফিরে এসেছে নয়নশ্রী ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি। মাত্র এক সপ্তাহ ব্যবধানে রাস্তাটি আবারও দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পথচারীরা।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ফলের দোকান বসিয়ে আবারও দখল করা হচ্ছে রাস্তাটি। প্রভাবশালীরা সরকারি জমি দখল করে ভূমি অফিসের কর্মকর্তাদের নাকের ডগায় অবৈধভাবে সেখানে ফলের দোকান বসালেও কর্মকর্তারা নির্বিকার।

জানা যায়, একটি চক্র সরকারি রাস্তাটি দখল করে দোকান ভাড়া দেয়। বিনিময়ে আদায় করে মাস শেষে ভাড়া। তবে এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি হয়নি সেখানকার দোকানদাররা। অন্যদিকে, হয়রানির ভয়ে নিশ্চুপ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।

কয়েকজন পথচারী বলেন, প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিবে আবার দুইদিন যেতে না যেতেই তা দখল হয়ে যাবে। এটা তো কয়েকবারই দেখলাম। সরকারি রাস্তায় অবৈধ দোকান বসিয়ে একটি মহল নিয়মিত ভাড়া আদায় করছে দীর্ঘদিন যাবত। এসব দখলবাজদের আগে আইনের আওতায় আনতে হবে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙ্গে দেওয়া হয়েছিল। সেখানে অস্থায়ী বসার জন্যও কাউকে অনুমতি দেওয়া হয় নাই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি