ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২৬ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুকুরের মুখ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজারের একটি ডাস্টবিন থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সকালে উপজেলার কাশিয়ানী বাজারের সামাদ মার্কেটের পাশের একটি ডাস্টবিন থেকে ওই নবজাতকের লাশ কামড়ে বের করে আনে একটি কুকুর। বিষয়টি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তবে তিনি কে বা কারা, কি কারণে ওই নবজাতকের লাশ ডাস্টবিনে ফেলে রেখে গেছে তা জানাতে পারেননি তিনি। 

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি