ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় সড়ক দখল করে নির্মিত ১৬টি দোকান উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া বাজারে সড়ক দখল করে নির্মিত মার্কেট ও খালের উপর নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৬টি দোকান উচ্ছেদ করা হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেননি ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিমদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত দুই বছরে সড়ক থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তারা কর্ণপাত করেনি। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব স্থানে অবৈধ দখল আছে এটা তাদের জন্য ম্যাসেজ। যত প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি