ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ২৭ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার দুই শতাধিক প্রতিবন্ধী অংশ নেয়। আজ বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলামসহ অন্যরা।
 
সমাবেশে প্রতিবন্ধীদের প্রতি আরও যত্নবান হতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি