ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাগামহীন চুয়াডাঙ্গার পেঁয়াজের বাজার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অস্থিরতা যেন কাটছেই না চুয়াডাঙ্গার পেঁয়াজের বাজারে। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গতকালের চেয়ে আজ কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গত দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮৫ টাকা। বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে আসলেও সেই পেঁয়াজের অধিকাংশই পচা। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা।  

আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা নিচের বাজার ঘুরে দেখা গেছে, নতুন উঠা দেশি কলি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫০ থেকে ১৮০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা। বাজারে গিয়ে মিলেছে ক্রেতা বিক্রেতার বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া। 

বিক্রেতারা জানাচ্ছেন, গত দু’দিন আগে পেঁয়াজের দাম কিছুটা কম ছিলো। এখন তা দিনে দিনে আবারও বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে করেই পেঁয়াজের দাম বৃদ্ধি করছে। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি