ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার দাউদকান্দি বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৫, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি নেতা খন্দকার মোশারফের স্ত্রী ও থানা বিএনপির সভাপতির দখলে থাকা ঐতিহাসিক 'বঙ্গবন্ধু মঞ্চ' পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন কুমিল্লা উত্তরের সর্বস্তরের জনগণ।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃ স্থাপন কমিটির আয়োজনে দাউদকান্দি বাজার সংলগ্ন পুরাতন ফেরিঘাটে দখলে থাকা বঙ্গবন্ধু মঞ্চ পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃ স্থাপন কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) আহ্বানে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আহসান হাবি চৌধুরী লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাস্টার, শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিন সরকারসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও গনস্বাক্ষর শেষে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে  কুমিল্লা জেলা প্রশাসকে বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি