ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক পরিবহন আইন অবহিতকরণ সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ২৭ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহন আইন ২০১৮ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাঃ সাদেক কুরাইশী।
 
সভায় সড়ক দুর্ঘটনা রোধে ইজি-বাইক ও মোটর-বাইকের জন্য শহরে নির্দিষ্ট স্থানে পার্কিং পয়েন্ট নির্ধারণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণসহ রাস্তার দুই ধারে অবৈধ বাস-ট্রাক পার্কিং দ্রুত অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সকলকে সড়ক আইন মেনে যানবাহন চালনা ও ব্যবহার করার আহ্বান জানান। সভায় বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ও নিরাপদ সড়ক কমিটির নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি