ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ৬৫ হাজার ৪শ‘ মার্কিন ডলারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ২৭ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোল বাস স্ট্যান্ড থেকে ৬৫ হাজার ৪শ‘ মার্কিন ডলারসহ সজিব হোসেন (২৮) নামে এক হুন্ডি পাচারকারীকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বিকালে তাকে ডলারসহ আটক করে বিজিবি সদস্যরা। সে শরীয়তপুর জেলার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাবের নেতৃত্বে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে সজিবকে আটক করে। 

পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬৫ হাজার ৪ শ‘ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৬ লাখ টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি