ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে চলছে সানসো চিফ কমিশনার কনফারেন্স

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ২৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৩৪, ২৮ নভেম্বর ২০১৯

সার্কভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চিফ কমিশনার কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার রাতে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন ব্যাপী এ কনফারেন্স এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, সানসোর চেয়ারম্যান ও বয় স্কাউটস অব পাকিস্তানের জাতীয় কমিশনার সরফরাজ কামার দাহাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কনফারেন্সে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, ভারত, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশের চিফ কমিশনারগণ অংশ নিয়েছেন। এতে স্কাউটিংয়ের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সানসো এর গঠনতন্ত্র ও করণীয় নির্ধারিত হবে এই কনফারেন্সে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিনদিন ব্যাপী আয়োজিত সানসো চিফ কমিশনার কনফারেন্স আগামীকাল শুক্রবার শেষ হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি