ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্যারিস চুক্তি বাস্তবায়নে সচ্ছতা বিষয়ে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২৮ নভেম্বর ২০১৯

স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও সচ্ছতা নিশ্চিতের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সচেতন নাগরিক ফোরাম (সনাক)- এর আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

সনাক বাগেরহাট এর সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রবের সভপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, উদয়ন বাংলাদেশ বাগেরহাট- এর নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, সনাক সদস্য অধ্যক্ষ সইদ উদ্দীন আহমেদ, ইয়েস সদস্য রওশনারা তুলি প্রমুখ।

বক্তারা বলেন, প্যারিস চুক্তির প্রতিশ্রতি অনুযায়ী জলবায়ু অর্থায়ন এবং তার ব্যবহারে সচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। জলবায়ু দুর্গত কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মানুষের দুর্ভোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সল্পোন্নত দেশগুলোর স্বার্থ নিশ্চিতে বাংলাদেশের পক্ষ থেকে প্যারিস জলবায়ু  চুক্তি বাস্তবায়নে উন্নত দেশগুলো হতে প্রয়োজনীয় সম্পদ সরবারহ করতে হবে।

এসময় সনাক সদস্য, ইয়েস সদস্য, স্বজন সদস্য ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণীপেশার লোকজন এ মানববন্ধনে অংশ নেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি