ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবননগরে ইটভাটার ট্রাক চাপায় এক শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৭, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার ট্রাক চাপায় জুনাইদ হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়ামদি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনাইদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে রাস্তার পাশে খেলছিল জুনাইদ ও কয়েকজ শিশু। এসময় রাস্তা পার হতে গেলে খান ব্রিক্সসের একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।এতে গুরুতর জখম হয় জুনাইদ। পরে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে খান ব্রিক্সসের দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি