ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩ হাজার ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২৮ নভেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৬ শ’ ৯২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগ। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান জেলা স্ট্যায়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, প্রথম ধাপে সদর উপজেলার ১৫ জন, বালিয়াডাঙ্গী পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুরে ৭ জন করে মোট ৪৩ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের জন্য সরকারি ভাবে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়। 

সভায় আরো জানানো হয়, এ পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে ৫২ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছে জেলা সমাজসেবা বিভাগ।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি