ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ২৮২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৪, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাইভেট কারে পাচারকালে ২৮২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটক সৈয়দ হাসান-উল-নায়েব রুমেল (৩৩) ঢাকার খিলক্ষেতের সৈয়দ নায়েব আলীর ছেলে।

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলার বেলকুচি উপজেলার তামাই কাজীপুরায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এক পর্যায়ে রাজশাহী হতে বেলকুচিগামী ঢাকা মেট্রো গ-১৭-৭৮৫৪ রেজিঃ নাম্বারের একটি প্রাইভেট কারে তল্লাশী চালানো হয়। এ সময় গাড়ীতে থাকা রুমেলকে এসব ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। একইসঙ্গে গাড়ীটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় রাতে মামলা হয়েছে বলে জানান তিনি। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি