ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক তুহিন মন্ডল (২৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আইকদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন মন্ডল পাবনা জেলার পাইককান্দির কাজীরহাট এলাকার সাইজুদ্দীন মন্ডলের ছেলে।                       

গোপালগঞ্জের মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিশ্বাস জানিয়েছেন, পাবনা থেকে ট্রাকযোগে মুকসুদপুরের আ্ইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের জন্য মাটি কাটার জন্য এস্কেভেটর নিয়ে আসে তুহিন মন্ডল ও তার ভগ্নিপতি আজিজুল। তুহিন মন্ডল ট্রাক থেকে এস্কেভেটরটি নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এস্কেভেটররের চাকায় তুহিন মন্ডলের দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। তিনি আরও জানান, আহত আজিজুল সুস্থ আছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি