ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ ৩ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৪, ২৯ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ২টি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামীয় তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকার ফটোকপিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ র‌্যাব-৬’র কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে গোপন বৈঠক করছিল গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবজাল মন্ডলের ছেলে কলম মন্ডল (৩৯) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর ইসলাম পাখি (৩৮)।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি