গাজীপুরে নবান্ন উৎসব শুরু
প্রকাশিত : ১৩:৪৪, ২৯ নভেম্বর ২০১৯
গাজীপুরের ভাড়ারুল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে ধান কাটা, মাড়াই এবং ফসল ঘরে তোলার কর্মযজ্ঞ।
কৃষকের পরিশ্রম ও যত্নের ফলন এ ধান নিয়ে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। নতুন ফসলে খুশি প্রান্তিক কৃষকসহ কৃষি সংশ্লিষ্টরা।
কৃষি কর্মকর্তারা এ উৎসবের মাধ্যমে কৃষকের সবরকম সহায়তায় পাশে থাকার কথা জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, চলতি বছর আবহাওয়া অনুকূল থাকায় এবার জেলায় ৪২ হাজার ৭২৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে।
এখন চলছে ধান কাটা, মাড়াই এবং উত্তোলনের কাজ। জেলার সর্বত্র ধান কাটার ধুম চলছে। আবহাওয়া ভাল থাকায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি এ অঞ্চলের কৃষকরা।
এআই/
আরও পড়ুন