ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

দোহারে দেশি-বিদেশি মদসহ আটক ২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৫৮, ২৯ নভেম্বর ২০১৯

ঢাকার দোহার উপজেলার ইমামনগর থেকে দেশীয় তৈরি বাংলা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, স্থানীয় হিরণ গমেজের ছেলে এ্যান্থনি স্বপন গমেজ (৪৮) ও একই গ্রামের সাধু গমেজের ছেলে বেঞ্জামিন গমেজ (৬০)।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ইমামনগর গ্রাম থেকে গত বুধবার রাতে তাদের আটক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পরস্পর যোগসাজশে দেশীয় তৈরি বাংলা মদ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও গুদামজাতকরণ করে বিক্রয় করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ্যান্থনি স্বপন গোমেজের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ১৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ, চার লিটার বিদেশি মদ ও ৩৫টি বিভিন্ন সাইজের খালি মদের বোতল উদ্ধার করা হয়।

আটককৃদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি