ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২৯ নভেম্বর ২০১৯

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদা বেগম (২৮) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের কচুয়া গ্রামের মেয়ে।

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্বামী সেলিমের (৪৫) সঙ্গে থাকতেন তিনি। নিহতের স্বামী সেলিম পলাতক থাকায় ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পরে সে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘোষবাগ এলাকার ফারুক শিকদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আশুলিয়ার ঘোষবাগে ফারক শিকদার নামের এক বাড়ির মালিকের ভাড়া দেয়া ওই ঘর থেকে দুর্গন্ধ আসায় তার সন্দেহ হয়।

এরপর ঘরের ভেতর গিয়ে ফরিদার অর্ধগলিত লাশ দেখে থানায় সংবাদ দেন। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি