ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ২৯ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরের আড়কান্দিতে যমুনায় নদীতে বালু তোলা অবৈধ ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের চলা অভিযানে ড্রেজারটি পুড়িয়ে দেয়া হয়। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা যমুনা নদী থেকে প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে রুপসীসহ আশেপাশের এলাকায় বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছিল। 

শুক্রবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ইউএনও শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের কর্মরত শ্রমিকরা পালিয়ে গেলে ড্রেজারটি কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবেনা। যেখানেই খবর পাওয়া যাবে অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে। এতে যত বড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন, কোনো কাজে আসবে না। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি