ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বানারীপাড়ার চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ঢাকায় মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৯ নভেম্বর ২০১৯

বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানকে সকল কাজ থেকে অব্যাহতি ও অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ধর্ষণের মামলার আসামী হওয়ায় চেয়ারম্যান মো. গোলাম ফারুকের বিরুদ্ধে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বানারীপাড়ার স্থানীয়দের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।     

মানবন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মো. গোলাম ফারুকের বিরুদ্ধে গেল ২৪ অক্টোবর ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানায় এক তরুণী ধর্ষণের মামলা দায়ের করেন। ঐ তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোলাম ফারুক বেশ কয়েকবার ধর্ষণ করে। উপজেলার ভাবমূর্তি রক্ষার্থে ধর্ষণে অভিযুক্ত এ নেতাকে চেয়ারম্যানের সকল দায়িত্ব থেকে অপসারণ এখন সময়ের দাবি বলেও বক্তব্যে উল্লেখ করা হয়। 

জানা যায়, ধর্ষণের অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ফারুককে গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি