ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়ে হেঁটে তিন রোভার স্কাউটের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করেছেন রাজশাহী জেলা রোভারের তিন রোভার স্কাউট।

“গাছ লাগান পরিবেশ বাঁচান, বাল্য বিবাহ রোধ করি, মাদককে না বলি” এই স্লোগানে গত সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মো. শিমুল হোসাইন, রোভার মো. ফাইরুল ইসলাম ও রাজশাহী পলিটেকনিক ইনষ্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার উৎসব গোস্বামী এই পরিভ্রমণ শুরু করে শুক্রবার (২৯ নভেম্বর) জয়পুরহাট সরকারি কলেজে পৌঁছান।

যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতন হতে, বাল্য বিবাহ রোধ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সচেতনতামূলক প্রচারণা চালান।

উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি