ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়নামতি ওয়ার সিমেট্রি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েল্থ যুদ্ধ সমাধি (ওয়ার সিমেট্রি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাট্টারটন ডিক্সন। 

শুক্রবার (২৯ নভেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের যুদ্ধ সমাধি পরিদর্শনে আসেন এবং ঘন্টাব্যাপী সমাধি ঘুরে দেখেন। পরে পরিদর্শন বহিতে স্বাক্ষর শেষে ওয়্যার সিমেট্টি এলাকা ত্যাগ করেন। 

এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, ডিআইও-১ মাহবুব মোরশেদসহ জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে, প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার স্মরণসভায় কমনওয়েলথ্ভূক্ত রাষ্ট্রদূতরা আসলেও এবার স্মরণসভা হয়নি। তবে নভেম্বর মাসের শেষ শুক্রবার এসে ব্রিটিশ হাইকমিশনার পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের কাছে পরিদর্শন নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। 

উল্লেখ্য, সেনানিবাসের উত্তর প্রান্তে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ছায়াঘেরা এক নৈসর্গিক শান্ত পরিবেশে অবস্থিত ‘ময়নামতি ওয়ার সিমেট্টিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে এ সমাধিতে সমাহিত করা হয়।

১৯৬২ সালে ১ জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে এখানে সমাধি রয়েছে ৭৩৭ জনের। 

এআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি