ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে নদী পুনঃখননের দাবি ভূমিহীন কৃষকদের

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৬, ৩০ নভেম্বর ২০১৯

নড়াইলের লোহাগড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর বর্তমান অবস্থান ঠিক রেখে পুনঃখননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভূমিহীন কৃষকরা। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মাইগ্রাম আশ্রয়ণ প্রকল্প মাঠ এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এলাকার কৃষকরা জানান, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের অধীন মহাজন থেকে নলদী পর্যন্ত নবগঙ্গা নদী পুনঃখনন কাজ শুরুর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জরিপ কাজ শেষ হয়েছে। 

এই সীমানা জরিপ অনুযায়ী নদী পুনঃখনন করলে এ এলাকার সাড়ে ৮ হাজার দরিদ্র পরিবার ক্ষতিগ্রস্থ হবে। তাদের বাড়িঘর ও জমি হারাতে হবে। এক্ষেত্রে নবগঙ্গা নদীর বর্তমান অবস্থান ঠিক রেখে পুনঃখননের দাবি জানান তারা।

নবীর হোসেন মোল্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, অ্যাডভোকেট আকরামুল ইসলাম আকরাম, ফরিদ আহম্মেদ মিঠু, বেলাল সানি, সৈয়দ খায়রুল আলমসহ অনেকে।

বক্তারা জানান, পানি উন্নয়ন বোর্ডের জরিপ অনুযায়ী নবগঙ্গা নদী পুনঃখনন করলে ১০টি মসজিদ, ৫টি কবরস্থান, ৩টি শ্মশান, ৫টি মন্দির, ২টি ক্লাব ও ৯টি ব্রিজসহ সাড়ে ৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হবে। 

আরএস রেকর্ড অনুয়ায়ী, দেড় হাজার ভূমিহীনের জমি নদীতে যাবে। নদীর পাড়ে সরকারিভাবে বন্দোবস্ত নেয়া পরিবারগুলোও ক্ষতিগ্রস্থ হবে। নবগঙ্গা নদীর তীরে মহাজন গুচ্ছগ্রামে ৮৮টি পরিবার, মাইগ্রাম  ও বড়দিয়ায় আশ্রায়ণ প্রকল্পের আওতায় যথাক্রমে ৭০ এবং ৩৭০টি পরিবার বসবাস করছে। এসব পরিবার গৃহহীন হয়ে যাবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী শাহানেওয়াজ তালুকদার বলেন, সরকারি এ প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে একনেকে পাশ হয়েছে। আমরা প্রাথমিকভাবে নদীর সীমানা নির্ধারণ করেছি। তবে টেন্ডার এখনো হয়নি। 

৩ শত কোটি টাকা বরাদ্দ হবে। সাধারণ মানুষ বা ভূমিহীনরা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেভাবেই নদী পুনঃখননের কাজ করা হবে বলে জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি