ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘রুই-কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর-কুমির ধরুন’

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫০, ৩০ নভেম্বর ২০১৯

নামমাত্র শুদ্ধি অভিযানে রুই কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর, কুমির ধরার আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘দুর্নীতি দুঃশাসন হটাও-বাম বিকল্প গড়’ স্লোগানকে সামনে রেখে সিপিবি’র সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ক্ষমতা এখন লুটপাটের উৎস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি অর্থনীতির ঘনিভূত প্রকাশ করে। নামমাত্র শুদ্ধি অভিযানে রুই কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর, কুমির ধরুন। 

সিপিবি জেলা শাখার সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে সিপিবির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি