ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক  

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ৩০ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু পশ্চিমপাড় রেলওয়ে ষ্টেশন গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ড-১৪-২৫০০) একটি পাথরভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে  ট্রাকের ভিতর বিশেষভাবে রাখা ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ছাবার উদ্দিনের ছেলে সাহেব বাবু, একই উপজেলার হাতিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া ও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী শীতলগাড়ী গ্রামের আল-আমিনের ছেলে মেহেদী হাসানকে আটক করার পাশাপাশি ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। 

আটক আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এআই/আরকে  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি