ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ চাকরিচ্যুত কনস্টেবল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ১ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চার বোতল ফেনসিডিলসহ চাকুরিচ্যুত এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই পুলিশ সদস্যের নাম কবিরুল ইসলাম (৩৫)। সে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার বন্দর গ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ভারতীয় ফেনসিডিলের চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইককে গতিরোধ করা হয়।

এ সময় ইজিবাইকে থাকা বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল কবিরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কবিরুল ইসলাম খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তবে এখন তিনি শাস্তিমূলক বরখাস্তকৃত রয়েছেন।

তিনি জানান, এর আগেও ২০১৮ সালের ১৭ জুলাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে খুলনা পুলিশ থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি