পাবনায় উগ্রবাদ দমনে সচেতনতা শীর্ষক সেমিনার
প্রকাশিত : ১৭:১৫, ১ ডিসেম্বর ২০১৯
পাবনায় জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা ও উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) পাবনা পুলিশ লাইন্স শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে জঙ্গিবাদ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আহমেদুল ইসলাম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ নেওয়াজ, প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান।
সেমিনারে গণমাধ্যম কর্মীসহ পাবনার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
এআই/আরকে
আরও পড়ুন