ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪২, ১ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদক নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টায় ক্ষেতলাল উপজেলা বিআরডিবি সভাকক্ষে, উপজেলা পরিষদের সহযোগিতায়, বড়াইল ইউপি মহিলা সদস্য রাজিয়া বেগমের বাস্তবায়নে এ সেমিনারের উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

এ সময় ক্ষেতলাল উপজেলা নিবার্হী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার সুনাহ, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদক নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পিতা-মাতা ও শিক্ষকের পাশাপশি সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন হতে হবে। এইচএসসি পাশের আগে ছেলে-মেয়েদের এ্যান্ড্রোয়েট মোবাইল কিনে দেওয়া যাবে না। এছাড়াও বিভিন্ন ঔষধের দোকানে নেশা জাতীয় ট্যাবলেট পাওয়া যায়, যা প্রশাসনের নজরদারিসহ আমাদের সকলকেই সচেতন হতে হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি