গাজীপুরে ৮টি অবৈধ ইট ভাটায় ৩৫ লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত : ১৭:৪৬, ২ ডিসেম্বর ২০১৯
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ৮টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইট ভাটা মালিক ভাটা চালু করে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ইটভাটা ভেঙ্গে ফেলে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এবং ৮টি ভাটায় ৩৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়।
কেআই/এসি
আরও পড়ুন