ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে পুলিশের এএসআইসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৩ ডিসেম্বর ২০১৯

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের এক এএসআই ও তার শ্যালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) আমিনুল ইসলাম (৩০) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২)। তারা নিজেরাই প্রাইভেটকারটি চালিয়ে ময়মনসিংহ থেকে ভালুকা যাচ্ছিলেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় ভালুকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ,১২-২১৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১০ হাত নিচে খাদে পড়ে যায়। 

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রাইভেটকার ও তাদের মরদেহ উদ্ধার করেন। পরে তাদের লাশ ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়। 

কয়েকদিন আগে নিহত এসএসআই আমিনুলের ফুলবাড়িয়ার ভাড়া বাসা থেকে সরকারি অস্ত্র খোয়া যাওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি