ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ট্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ৩ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জে লোকাল ট্রেনের বগিতে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে শহরের বাজার স্টেশনে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জে আসা লোকাল ট্রেনের বগি থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, লোকাল ট্রেনটি কামারখন্দের জামতৈল স্টেশন পার হলে পুলিশ তল্লাশি চালায়। 

এ সময় ট্রেনটির শেষ বগিতে সিটের ওপর ফেলে রাখা একটি ব্যাগ পাওয়া যায়। পরে ঐ ব্যাগটি খোলার পর সেখান থেকে সাদা কাপড়ে মোড়ানো নবজাতক এক কন্যা শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। 

তিনি আরো জানান, ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছার পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি রেখে গেছেন বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তবে ওই নারী আর ট্রেনে ওঠেনি। পরে শিশুটির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি