ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ৩ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাট সদর উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার দেওপাড়া গ্রামের ওয়েলডিং মিস্ত্রি নুর আলমের স্ত্রী রিফা (২৪) ও তার মেয়ে আনিকা (৫)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, মঙ্গলবার সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন রিফা। পথে উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে একটি ট্রাক মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।  লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি