ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ৩ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চন্দ্রখানা মাষ্টারপাড়ার মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসাইন মিজান (৩৪) এবং শরীয়তপুরের ভেদরগঞ্জের সাজানপুরের মৃত খালেদ মৃধার মেয়ে মেঘলা আক্তার মণি (২২)।

সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ভারপ্রাপ্ত প্রণব কুমার সরকার জানান, সোমবার (২ ডিসেম্বর) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সিআরবিসি বাজারে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

এসময় একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৭৩৫ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়। 
 
র‌্যাবের ওই কর্মকর্তা জানান, দীর্ঘ দিন ধরে আটককৃতরা কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে থানায় একটি মামলা হয়েছে।

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি