বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশিত : ১৬:৪৭, ৩ ডিসেম্বর ২০১৯
বিজয় শোভাযাত্রা, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মধ্যদিয়ে পালিত হয়েছে বরগুনা হানাদার মুক্ত দিবস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিশু কিশোর সংগঠন।
পরে শহীদদের স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরেন মুক্তিযোদ্ধারা।
এর আগে বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় শিশুকিশোর সংগঠন সাগরপাড়ি, খেলাঘর আসর ও বরগুনা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এআই/এসি
আরও পড়ুন